7697

04/21/2025 ঠাকুরগাঁওয়ে আমবাগান থেকে ট্রলিচালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে আমবাগান থেকে ট্রলিচালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে

২৩ অক্টোবর ২০২২ ২২:০২

ঠাকুরগাঁওয়ে বদরুল ইসলাম নামে এক ট্রলিচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ পীরগঞ্জ উপজেলার চাপোর এলাকার ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত বদরুল উপজেলার মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুলের ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার (২২ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে চাপোর বাজারের পাশে আমবাগানে তার লাশ পাওয়া যায়।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]