7721

04/21/2025 ইতিহাসের সেরা ১০ ভারতীয় সিনেমা

ইতিহাসের সেরা ১০ ভারতীয় সিনেমা

বিনোদন ডেস্ক

২৪ অক্টোবর ২০২২ ০৩:২৬

ভারতীয় সিনেমার ইতিহাস থেকে সেরা ১০টি সিনেমা বেছে নেওয়া অনেক কঠিন কাজ। সেই কাজটিই করেছে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’ সংস্থা ‘ফিপ্রেস্কি’। সংস্থাটির ভারতীয় শাখার সারা দেশের ৩০ জন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচকের গোপন ব্যালটে নির্বাচিত হয়েছে সেরা ১০ ভারতীয় সিনেমা।

তালিকার প্রথম সিনেমাটির নাম সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নিয়ে বেশির ভাগ জনেরই কোনো দ্বিমত ছিল না। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় নাম যথাক্রমে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ও মৃণাল সেনের ‘ভুবন সোম’। সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ও আছে এই সেরা দশের তালিকায়।

‘ফিপ্রেস্কি’র ভারতীয় শাখার সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার জানিয়েছেন, পুরো নির্বাচন প্রক্রিয়া হয়েছে গোপনে। তাই একজনের সঙ্গে অন্যজনের আলোচনার সুযোগ ছিল না। ৩০ জন সমালোচকের তালিকা থেকে সবচেয়ে বেশি ভোট পাওয়া ১০টি সিনেমা নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে।

প্রেমেন্দ্র মজুমদার বলেন, ‘কোনো সন্দেহ নেই, এই ১০টির বাইরেও অনেক সিনেমা আছে, যা সেরার তালিকায় আসতে পারে। সে ক্ষেত্রে সেরার তালিকা ১০-এ আটকে থাকবে না।’

সেরা সিনেমার তালিকা:

১. পথের পাঁচালী (বাংলা)
পরিচালক: সত্যজিৎ রায়
মুক্তি: ১৯৫৫

২. মেঘে ঢাকা তারা (বাংলা)
পরিচালক: ঋত্বিক ঘটক
মুক্তি: ১৯৬০

৩. ভুবন সোম (হিন্দি)
পরিচালক: মৃণাল সেন
মুক্তি: ১৯৬৯

৪. এলিপ্পাথায়ম (মালয়ালম)
পরিচালক: আদুর গোপালকৃষ্ণন
মুক্তি: ১৯৮১

৫. ঘটশ্রাদ্ধ (কন্নড়)
পরিচালক: গিরিশ কাসারাভল্লি
মুক্তি: ১৯৭৭

৬. গরম হাওয়া (হিন্দি)
পরিচালক: এম এস সত্থু
মুক্তি: ১৯৭৩

৭. চারুলতা (বাংলা)
পরিচালক: সত্যজিৎ রায়
মুক্তি: ১৯৬৪

৮. অঙ্কুর (হিন্দি)
পরিচালক: শ্যাম বেনেগাল
মুক্তি: ১৯৭৪

৯. পিয়াসা (হিন্দি)
পরিচালক: গুরুদত্ত
মুক্তি: ১৯৫৭

১০. শোলে (হিন্দি)
পরিচালক: রমেশ সিপ্পি
মুক্তি: ১৯৭৫

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]