7807

04/20/2025 সিলভার রঙের শাড়িতে, নজর কাড়লেন স্নেহা রেড্ডি

সিলভার রঙের শাড়িতে, নজর কাড়লেন স্নেহা রেড্ডি

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২২ ০১:৪৪

স্নেহা রেড্ডি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেন, যে ছবিতে দেখা যায় তার পরনে সিলভার রঙের শাড়ি। ম্যাচ করে পরেছেন কর্ড অব সোল্ডার ব্লাউজ। গলায় হিরার নেকলেস। ঠোঁটে লিপস্টিক।

এই ছবি শেয়ার করার পর তাকে নিয়ে চলছে আলোচনা, চলছে সৌন্দর্যের প্রশংসা। আর আলোচনা হবে নাইবা কেনো! তিনি যে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের স্ত্রী।

স্বামী শোবিজের নামী সুপারস্টার হলেও স্নেহা নেই এ অঙ্গনে। তার অঙ্গনটা পুরোপুরি আলাদা। পেশায় তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফ্যাশন সচেতন স্নেহা। ইনস্টাগ্রামে তার অনুসারী ৮ দশমিক ৬ মিলিয়ন। এদিকে থেকে স্নেহার জনপ্রিয়তা অনেক তারকা অভিনেত্রীর চেয়েও বেশি।

প্রায় সময়ই স্নেহা তার ইনস্টাগ্রামে নিজের এবং পারিবারিক নানা বিষয় শেয়ার করেন। আল্লু অর্জুনের সঙ্গে কাটানো সময়ের ছবিও শেয়ার করেন। এবার তিনি দামি একটি শাড়ি পরা ছবি পোস্ট করেন। আর এ নিয়েই চলছে আলোচনা।

স্নেহার শাড়িটি ডিজাইন করেছেন রিঝিম দাদু। বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এ শাড়ির দাম ১ লাখ ৭৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।

আল্লু অর্জুন ও স্নেহা ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]