7893

04/20/2025 বিশেষ প্রতিভার অধিকারি রাকিব

বিশেষ প্রতিভার অধিকারি রাকিব

লাইফস্টাইল ডেস্ক

৩ নভেম্বর ২০২২ ০৬:১৯

শিল্পী, সাহিত্যিক আর সেচ্ছাসেবী- এই তিন ধরনের মানুষ সমাজের অগ্রগতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর সবখানে ছড়িয়ে আছে এই প্রতিভাগুলো। বলছি এমনই একজনের কথা।

তেমনি এক প্রতিভার নাম রাকিব। জন্ম ও বেড়ে উঠা নোয়াখালী জেলাতে। রাকিবের বিষয়ে বলতে গেলে শুরুতেই ছোট গল্প আর প্রবন্ধ দিয়ে লেখালেখিতে তার হাতেখড়ি ২০১৭ এর দিকে। বছর দুয়েক পরেই ঝোঁক আসে উপন্যাসে। তাঁর লেখা প্রথম উপন্যাস 'টিম the exclamatory'। শিশু কিশোর উপন্যাস দিয়েই যাত্রা শুরু হয়। পাঠকদের জন্য সাবলীল করে লেখা হয় এই শিশু কিশোর উপন্যাস। এছাড়া, প্রায় ৫০ টি কবিতা, বেশ কিছু ছোট গল্প, ৫ টি প্রবন্ধ এবং সমসাময়িক বিষয় নিয়ে আছে শত লেখা। দেশের সনামধন্য কারেন্ট নিউজসহ কয়েকটি পত্রিকা এবং যৌথ বইতে প্রকাশ হয়েছে লেখা। এছাড়া, বিভিন্ন ওয়েবসাইটেও প্রকাশ হচ্ছে লেখা। আছে কয়েকটি ই-বুকও!

সাল তখন ২০১৭, তখন মাত্র ৭ম শ্রেণিতে। ক্লাসের কয়েকজনকে নিয়ে শুরু করে 'Poor helping fund' নামে এক সংগঠন। বেশিদিন চলতে পারেনি এই নামে, ২০১৮ সালে এসে এই সংগঠনের নাম হয় 'Well Wisher' এই নামে দিয়েই শুরু হয় কার্যক্রম। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরন। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে এসে মানুষকে সচেতন করা, মানুষের মাঝে খাদ্য বিনিময় নিয়ে কাজ করে।

রাকিব এখন, 'Service for human being organization' এর দপ্তর সম্পাদক, 'Next Generation Bangladesh' এর এডমিনিস্ট্রেটর এবং আরো বেশ কয়েকটি সামাজিক সংগঠনে যুক্ত। সংগঠনের বাহিরে গিয়েও ব্যাক্তিগত ভাবে সাহায্য করে যাচ্ছেন অনেককে। রাকিব বলে, "আমাদের সমাজে বিত্তবান এবং দরিদ্র মানুষের মাঝে সংযোগ স্থাপন করে দরিদ্রতামুক্ত টেকসই সমাজ গঠন এবং সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলা একজন সেচ্ছাসেবকের জন্য বাধ্যতামূলক।"

এছাড়া, বইয়ের প্রচ্ছদ করা, বই নিয়ে কাজ করা, গল্পকথন, আবৃত্তি এসবের কথা উল্লেখ না করলেই নয়।

লেখালেখি এবং সেচ্ছাসেবা এই দুই নিয়ে রাকিব কাজ করে যেতে চায় সমাজের জন্য, তাঁর জন্য হয়তো নিজেই সুযোগ করে নিবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]