793

04/04/2025 অবশেষে সিনেমায় মিথিলা

অবশেষে সিনেমায় মিথিলা

বিনোদন প্রতিবেদক

২১ মার্চ ২০২১ ২২:২৭

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তবে এবারই প্রথম মূলধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গতকাল ‘অমানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ছবির সংশ্লিষ্টরা।

এদিকে, ছবির নির্মাতা অনন্য মামুন জানান, বাস্তব ঘটনা নিয়ে ছবিটি তৈরি হবে। আর এর শুটিং হবে সুন্দরবনে। কিছুদিন আগে, ছবির গল্প লেখা সম্পন্ন হয়েছে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা।

জানা গেছে, ‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। আগামী ২৫ মার্চ থেকে ছবির শুটিংয়ে শুরু হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]