81

04/24/2024 আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৭০ তালেবান নিহত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৭০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২০ ১৫:২২

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে।

এ সময় সরকারি বাহিনী হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুরকে আটক করেছে। খবর আনাদোলু ও সিনহুয়ার।

আফগানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সোমবার গণমাধ্যমকে বলেছেন, হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। অবশ্য সরকারি নিরাপত্তা বাহিনীর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারিক আরিয়ান তা জানাননি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়ে যাওয়ায় কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]