8173

01/13/2026 দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি

দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি

ক্রীড়া ডেস্ক

১৪ নভেম্বর ২০২২ ২২:৪১

বিশ্বকাপ মিশনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি।

গোড়ালির ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে গতকাল পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচ শেষেই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেন আর্জেন্টাইন মহাতারকা। আজ দুপুরে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি।

চলতি বছরের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আরব আমিরাতে প্রস্তুতিমূলক ক্যাম্প করছে আর্জেন্টিনা। আগামী ১৬ নভেম্বর দেশটির সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলার কথা আছে বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের। সে লক্ষ্যে স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়কে নিয়ে আগেভাগেই আরব আমিরাতে চলে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মেসিও। আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন করবেন মেসি-মার্টিনেজরা।

বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে গতকাল অক্সেরের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির পিএসজি। চোট কাটিয়ে মাঠে ফিরে এদিন গোল না পেলেও আলো কেড়েছেন মেসি। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছেড়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। 'সি' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড এবং মেক্সিকো।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]