843

09/21/2024 বিষপানে আত্মহত্যা করলেন ঋণগ্রস্থ চাল ব্যবসায়ী

বিষপানে আত্মহত্যা করলেন ঋণগ্রস্থ চাল ব্যবসায়ী

জেলা সংবাদদাতা, সুনামগঞ্জ

২ এপ্রিল ২০২১ ১৫:২১

সুনামগঞ্জের তাহিরপুরে ঋণের দায়ে এক চাল ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।

নিহত ব্যবমায়ীর নাম হযরত আলী (৪৮)। তিনি উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের আব্দুল হেকিম ওরফে লাদেনের ছেলে।

বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতে তিনি বিষপান করেছিলেন।

হযরত আলীর মেয়ের জামাতা হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হযরত আলী উপজেলার পৈলনপুরের নিজ বাড়িতে বিষপান করেন।

পরদিন বুধবার সকালে তাকে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তার ভাই নিজাম উদ্দিন জানান, তিন ছেলে ও তিন মেয়েসহ ছয় সন্তানের জনক হযরত আলী চালের ব্যবসার বিনিয়োগের জন্য উপজেলার একাধিক ব্যাক্তির কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা ঋণ নেন। পাওনাদারদের ঋণ পরিশোধের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]