8465

04/19/2025 ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২২ ০২:৫২

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়ার (৩২)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর মহাসড়কে অজ্ঞাতে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এসআই সবুজ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মোল্লা বলেন, ফারুক ভাই রাতে ডিউটি করেছেন। ডিউটি শেষে মোটরসাইকেলে চড়ে তার গ্রামের বাড়ি নরসিংদী যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এসআইয়ের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা মেডিকেলে এসেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]