847

04/04/2025 মাঝে মাঝে একটু গলুগালু হতে হয়: মাহিয়া মাহি

মাঝে মাঝে একটু গলুগালু হতে হয়: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

৩ এপ্রিল ২০২১ ০০:২০

এবার নিজের ‘গলুগালু’ ছবি পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

শুক্রবার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে একটু গলুগালু হতে হয়’। পরে তার এই পোস্ট ব্যাপক ভাইরাল হতে দেখা গেছে।

নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়িকা নিজের নতুন নতুন স্টাইলের জন্য পরিচিতি পেয়েছেন।

আর এসব শৈলী নিয়ে সামাজিকমাধ্যমেও তাকে সরব থাকতে দেখা গেছে।

ভক্তদের সঙ্গে নিজের দৈনন্দিন কর্মকাণ্ড শেয়ার করতে পছন্দ করেন তিনি। এর কিছুদিন আগে একসঙ্গে ১০০টি বাঁধাকপি কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মাহি।

গাড়ি ভর্তি করে বাঁধাকপি নিয়ে গেছেন নিজের গ্রামের বাড়িতে। পরে অবশ্য এতো বাঁধাকপি তিনি কী করেছিলেন, তা জানা যায়নি।

২০১২ সালে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মাহিয়া মাহি বাংলা সিনেমায় আসেন।

এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ অনেক দর্শকনন্দিত সিনেমায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]