867

03/29/2024 লকডাউনে ব্যাংক লেনদেন চলবে আড়াই ঘণ্টা

লকডাউনে ব্যাংক লেনদেন চলবে আড়াই ঘণ্টা

অর্থনীতি ডেস্ক

৪ এপ্রিল ২০২১ ২৩:৫১

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আগামী ০৫ এপ্রিল থেকে সাত দিন সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (০৪ এপ্রিল) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন গ্রাহকরা। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]