8742

04/21/2025 ১৩ বছরের সম্পর্কে ঠকলেন হিনা!

১৩ বছরের সম্পর্কে ঠকলেন হিনা!

বিনোদন ডেস্ক

৮ ডিসেম্বর ২০২২ ২২:৫৭

ভারতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সাজপোশাকের জন্য সব সময় আলোচনায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের অভিনেত্রীদেরও।

সম্প্রতি আবারও জোর আলোচনায় এসেছেন হিনা। কারণ, প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিচ্ছেদ। আর হিনার দাবি- প্রেম করে নাকি ঠকেছেন তিনি।

হিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলেই অভিনেত্রী কী করছেন, কী নিয়ে ব্যস্ত আছেন, জানা যায়। তেমনই দিন কয়েক আগে একটি পোস্ট দেন হিনা। সেটা ঘিরেই যাবতীয় জল্পনা। ওই পোস্টে তিনি লিখেছিলেন- বিশ্বাস করে ঠকে গেছি , এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভালো মনের মানুষরা চারপাশের বাজে জিনিসের খোঁজ পায় না।

আরও একটি পোস্টে লেখেন, ঠকে যাওয়ায় জীবনের একমাত্র সত্য, যা সঙ্গে রয়ে যায়। তারপরই প্রশ্ন ওঠে তাহলে কি রকির সঙ্গে ১৩ বছরের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে?

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কাহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]