8823

04/21/2025 সেনাবাহিনীতে যোগ দিলেন ‘বিটিএস’ খ্যাত জিন

সেনাবাহিনীতে যোগ দিলেন ‘বিটিএস’ খ্যাত জিন

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২২ ০৪:১৩

যার ঢেউ খেলানো চুলে ফিদা কোটি কোটি তরুণী। সেই তারই চুল ছোট করে ছেঁটে ফেলতে হলো। কারণ, সেনাবাহিনীতে যোগ দিতে হবে ‘বিটিএস’ খ্যাত জিনকে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, প্রত্যেক যুবককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্যদেরও একে একে সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করতে হবে।

যেহেতু দক্ষিণ কোরিয়া এখনও কৌশলগতভাবে তার শত্রু প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে রয়েছে। তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সক্ষম দেহের সকল পুরুষদের সেনাবাহিনীতে কাজ করতে হবে।

জিন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছে। এরপরে তাকে একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এমন খবরে তার ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে।

বিষয়টি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল। মাইক, গিটার ছেড়ে সংগীত শিল্পীদের কেন অস্ত্র ধরতে হবে ওই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই। যদিও পরবর্তীতে ‘বিটিএস’-এর লেবেল বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পপ তারকারা দেশের স্বার্থে সেনাবাহিনীতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জানানো হয়, ওই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য জিন। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন। গত ৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।

বিশ্বের হ্যান্ডসাম তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে জিন লেখেন, ‘ভেবেছিলাম খারাপ লাগবে। কিন্তু, বেশ কিউট লাগছে। কী বলেন?’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]