8899

04/19/2025 সোমবার রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবে বিএনপি

সোমবার রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর ২০২২ ২৩:৪৬

‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) হোটেল দ্য ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সই করা এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষে থেকে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি দফায় গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ দফাগুলো বাস্তবায়ন করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]