8942

09/23/2024 ফিফা স্টোরে ক্রেতার হিড়িক

ফিফা স্টোরে ক্রেতার হিড়িক

ক্রীড়া ডেস্ক

২১ ডিসেম্বর ২০২২ ০৭:২৪

কর্ণিশ চত্বর লোকে লোকারণ্য। বিশ্বকাপ শেষ হয়েও যেন এর রেশ রয়ে গেছে। কর্ণিশে ছিল ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। সেখানের ফিফা ফ্যান স্টোরেই এখন সকলের গন্তব্য।

বিশ্বকাপের লোগো অঙ্কিত জিনিস নিজের সংগ্রহে রাখার ইচ্ছে অনেকের। বিশ্বকাপ চলাকালীন সময়ে লোগো সম্বলিত সকল পণ্যের দাম ছিল আকাশচুম্বী। বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিন সেই সব পণ্যের দামে ৫০% ছাড় দেওয়া হয়েছে। মাফলার, বিভিন্ন দলের জার্সি, চুম্বক, চাবি রিং সহ সকল পণ্যে ৫০% ছাড় থাকলেও বলে নেই কোনো ছাড়।

বিশ্বকাপ শেষের পরের দিন ৫০% ছাড় দেওয়ার রীতি সাম্প্রতিক বিশ্বকাপগুলো থেকে। ছাড় দিচ্ছে শুনে কর্ণিশের ফিফা চত্বরে হাজির হয়েছিলেন বেশ কয়েক হাজার মানুষ। এদের সবাই অবশ্য প্রবেশ করতে পারেননি। ফিফার অ্যাক্রিডিটেশন ও বিশ্বকাপের স্পন্সরের সঙ্গে সংশ্লিষ্টরাই মুলত এই ছাড়কৃত মুল্য পেয়েছেন।

৫০% ছাড় হওয়ার পরেও সব পণ্যের দাম বাংলাদেশের অঙ্কে বেশ চড়াই। সাধারণ একটি চুম্বক সেটা ৫০% ছাড়ের পরেও ১৫ কাতারি রিয়াল। যা বাংলাদেশের টাকায় ৪৫০। লোগো সম্বলিত ৬ পিসের ছোট কাপ ৫০% ছাড়ের পরও ১০০ রিয়াল। বাংলাদেশের অঙ্কে সেটা ৩ হাজারের উপরেই।

ছাড় শুনে অনেকে আসলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত কেনাকাটা না করেই ফিরেছেন অনেকে। আবার কেউ এই ছাড় পেয়ে ব্যাগভর্তি বিশ্বকাপের সুভেনির বগলদাবা করেছেন। গতকাল সারা দিন-রাত মানুষ কেনাকাটা করেছে। আজও এমন ভিড় হওয়ার কথা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]