9074

04/20/2025 কারাগারে প্রাপ্য সুবিধা পাচ্ছে না বিএনপি নেতারা : নজরুল ইসলাম

কারাগারে প্রাপ্য সুবিধা পাচ্ছে না বিএনপি নেতারা : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২২ ০৩:৩৬

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের কারাবন্দি নেতাদের কারাগারে তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির স্থায়ী কমিটি মনে করে— দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসসহ জাতীয় নেতা এবং দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। বারবার তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করা অযৌক্তিক।

দলকে নেতাশূন্য করার হীন চক্রান্তের অংশ হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]