9126

04/20/2025 জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী : চুন্নু

জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২২ ০৪:০৪

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি এখনও অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে।

জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে উল্লেখ করে এই জাপা নেতা আরও বলেন, দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]