9172

09/23/2024 আলভারেজের বিচ্ছেদ চান আর্জেন্টাইন সমর্থকরা

আলভারেজের বিচ্ছেদ চান আর্জেন্টাইন সমর্থকরা

ক্রীড়া ডেস্ক

৪ জানুয়ারী ২০২৩ ০৫:৩৯

৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ে অধিনায়ক লিওনেল মেসির মতোই বড়সড় অবদান রেখেছেন তরুণ তারকা জুলিয়ান আলভারেজ। সেমিফাইনালে জোড়া গোল করে দলকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। এমন অবদানের পর বিশ্বকাপ জেতায় আলভারেজকে নিয়ে মাতামাতিটাও নেহায়েত কম নয় বিশ্বজুড়ে।

নিজের দেশ আর্জেন্টিনায় রীতিমতো টানাটানি ম্যানচেস্টার সিটির তারকাকে নিয়ে। আর সেখানেই লাগল গন্ডগোল। ক্রিসমাসের সময় ছবি তোলা নিয়ে ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। উৎসবের চলাকালে আলভারেজের সঙ্গে ছবি তোলার বায়না করেন একাধিক ভক্ত। সেসময় সময় বাঁচানোর জন্য তাদের একসঙ্গে গ্রুপ ফটো তুলতে বলেন আর্জেন্টাইন তারকার বান্ধবী অ্যামেলিয়া ফেরেরো। আর তাতেই চটেছেন আলভারেজ ভক্তরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আর্জেন্টাইন ভক্তরা দাবি করে বসেন, এই বান্ধবীকে ছাড়তে হবে আলভারেজের। যেমন কথা তেমন কাজ। আলভারেজের বান্ধবীর সঙ্গে তার ব্রেকাপের দাবিতে একটি পিটিশন দায়ের করে সমর্থকরা। ইতোমধ্যে সে পিটিশনে স্বাক্ষরও করে ফেলেছেন ২০ হাজারের বেশ সমর্থক।

তবে এসব বিষয় নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না আলভারেজ। ফেরেরোর সঙ্গেই নববর্ষ উদযাপনের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

আলভারেজ এবং ফেরেরো আর্জেন্টিনার একই শহরের বাসিন্দা। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুই জন। ফেরেরো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একজন হকি খেলোয়াড়ও ছিলেন। বিশ্বকাপের সময় জুলিয়ান আলভারেজের সঙ্গে ছিলেন ফেরেরো।

২২ বছর বয়সী জুলিয়ান আলভারেজ কাতার বিশ্বকাপে সাতটি ম্যাচে মোট চারটি গোল করেন। ছিলেন গোল্ডেন বুট প্রতিযোগিতায়ও। গত বছরের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]