918

04/19/2024 নিগারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারাল বাংলাদেশের মেয়েরা

নিগারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

৭ এপ্রিল ২০২১ ০০:২৬

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আগের ম্যাচে দ্রুত আউট হওয়া নিগার সুলতানা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা জিতেছে ৭ উইকেটে। নিগার-রুমানার দারুণ জুটিতে ২৭ বল হাতে রেখেই বাঘিনীরা ১৯৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সিলেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তোলে প্রোটিয়ারা। ওপেনার অ্যান্ড্রি স্টেইন ১১৮ বলে ৮০ রানের দারুণ ইনিংস উপহার দেন। তাকে বোল্ড করে সেঞ্চুরিবঞ্চিত করেন সালমা খাতুন। মিডল অর্ডারে নেমে আনেকি বস খেলেন ৫৮ বলে ৪২ রানর ইনিংস। এছাড়া আর কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার এবং রিতু মনি। সালমা খাতুন নিয়েছেন ১ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে প্রথম উইকেট পতন হয় বাংলাদেশের। শারমিন সুলতানা ফিরেন ৭ রানে। সেই ধাক্কা সামলে উঠতেই ৩৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন (২১)। এরপর ৪৪ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর ফারজানা হক। ফারজানা ১৫ রানে আউট হলেও নিগার ১৩৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১* রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন ১১৫* রানের জুটির আরেক নায়িকা অধিনায়ক রুমানা আহমেদ ৬৯ বলে ৪৫* রানে অপরাজিত থাকেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]