9191

09/23/2024 পেলের শেষ শ্রদ্ধায় সেলফি কেন- ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি

পেলের শেষ শ্রদ্ধায় সেলফি কেন- ব্যাখ্যা দিলেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

৫ জানুয়ারী ২০২৩ ০১:৪৬

কিংবদন্তি পেলে শায়িত হলেন চিরনিদ্রায়। সোমবার পেলের খোলা কফিনের সামনে সেলফি তুলেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনার জন্ম দিয়েছে। যদিও ইনফান্তিনো এই সমালোচনায় হতাশা প্রকাশ করেছেন, দিয়েছেন ব্যাখ্যাও।

একটি সেলফি তোলার কারণে যে তিনি এত তীব্রভাবে সমালোচনার মুখে পড়বেন তা হয়তো তিনি ভাবেননি। ইএসপিএন জানিয়েছে ইনস্টাগ্রামে বেশ শক্ত ভাষায় নিজের ব্যাখ্যাসহ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনফান্তিনো, ‘ব্রাজিল থেকে এইমাত্র ফিরলাম, যেখানে পেলেকে চমৎকারভাবে শ্রদ্ধা জানানোয় অংশ নিতে পেরেছি। সোমবার শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সেলফি ও ছবি তোলার কারণে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে, এটি জানার পর মর্মাহত হয়েছি। কিংবদন্তি পেলের খেলোয়াড়ি জীবনের সতীর্থ এবং তার পরিবারবর্গ তাদের সঙ্গে কয়েকটি ছবি তোলার অনুরোধ করেছিল, তাতে স্বাভাবিকভাবেই রাজি হয়েছি আমি।’

ইনফান্তিনো সেই সেলফি তোলার ব্যাখ্যায় আরও লিখেছেন, ‘পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সঙ্গে নিয়ে যেন একটি সেলফি তুলি। আসলে কীভাবে তুলতে হবে সেটি জানত না তারা। এ কারণেই আমি তাদের একজনকে সাহায্য করেছি এবং তার জন্য সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছি। পেলের সাবেক সতীর্থদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয় তাহলে আমি সানন্দে তা মাথা পেতে নিচ্ছি। আর সব সময়ই তাদের সাহায্য করব, যারা ফুটবলে কিংবদন্তিতুল্য সব ইতিহাস লিখেছে। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু কোনো অবস্থাতেই করব না আমি।’

সোমবারই শেষকৃত্যে অনুষ্ঠানে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে আরও ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ, কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজসহ অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]