921

04/03/2025 সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই

সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক

৭ এপ্রিল ২০২১ ১৬:৫২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৭ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

সিপিবির ফেসবুক পেজে দলটির সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য সকাল ১১টায় সিপিবি কার্যালয়ে তার মরদেহ নেওয়া হবে।

মোর্শেদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ১৯৬৬-৬৭ মেয়াদে সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এই রাজনীতিক বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]