9232

05/06/2025 যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারী ২০২৩ ০৪:২২

রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে নাজমীন (১৮) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী নাঈম ইসলাম বলেন, আমার স্ত্রী তার মায়ের সঙ্গে অভিমান করে বাসার ষষ্ঠ তলায় গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, শাশুড়ির সঙ্গে আমার স্ত্রী কি নিয়ে অভিমান করেছিল সে বিষয়টি এখনো জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com