925

09/21/2024 সালথায় ভাংচুর-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি ৪ হাজার

সালথায় ভাংচুর-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি ৪ হাজার

জেলা সঃংবাদদাতা, ফরিদপুর

৭ এপ্রিল ২০২১ ১৭:৪৬

ফরিদপুরের সালথা উপজেলায় মৃত্যুর গুজব ছড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন-চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এসআই মিজানুর রহমান মামলাটি করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।

সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও থানা ঘেরাওসহ ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৮৮ জনসহ তিন থেকে চার হাজার জনের নামে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়।

পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]