রাজধানীর খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় কাজ করার সময় দেয়াল চাপায় কুদ্দুস (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, ৫ তলা ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভাঙার সময় নিচে চাপা পড়ে কুদ্দুস আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। সেখানে আনার পর তিনি মারা যান।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।