938

04/25/2024 কন্যা সন্তানের বাবা হলেন হাসান আলি

কন্যা সন্তানের বাবা হলেন হাসান আলি

ক্রীড়া ডেস্ক

৭ এপ্রিল ২০২১ ২২:০৫

পাকিস্তানি পেসার হাসান আলি বাবা হয়েছেন। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, কন্যা সন্তান এসেছে তার ঘর আলো করে।

রাজকন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে হাসান আলি টুইটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসান আলির এই টুইটের পর একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে যায় টুইট। সতীর্থরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।

পাকিস্তান দলের পেসার শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’

ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইলো।’

রোহাইল নাজির লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে এমন সুন্দর একটি উপহার দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।’

মোহাম্মদ নেওয়াজ লিখেছেন, ‘অভিনন্দন হাসো (হাসান আলি)।’

সম্প্রতি রেকর্ড গড়া ইনিংস খেলা ফাখর জামানের টুইট, ‘মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।’

শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’

পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা বিসমাহ মারুফ লিখেছেন, ‘হাসান ভাই, অনেক অনেক শুভকামনা। মা ও কন্যার জন্য দোয়া রইলো।’

শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলির সতীর্থ শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘লাভ’ রিয়েক্ট দিয়ে নতুন অতিথির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। সামিয়া ভারতীয় বংশোদ্ভূত। এক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় হাসানের। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]