942

04/24/2024 ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণ নিয়ে হাসপাতালে গাজী রাকায়েত

ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণ নিয়ে হাসপাতালে গাজী রাকায়েত

বিনোদন প্রতিবেদক

৭ এপ্রিল ২০২১ ২৩:০১

করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েতকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণ ছড়িয়েছে তার। ফলে বুধবার (০৭ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘রাকায়েত ভাই করোনা আক্রান্ত হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু এরই মধ্যে তার ফুসফুস ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনো তার অক্সিজেন লাগছে না। সবার দোয়া করবেন।’

কামরুজ্জামান সাগর জানান, তিনি নিজেও করোনা আক্রান্ত। তবে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা এখন ভালোর দিকে।

এদিকে, গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমা ‘গোর’। নির্মাণের পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]