945

04/20/2024 মাঝনদীতে চলন্ত ফেরিতে আগুন, পুড়ল ৫ ট্রাক

মাঝনদীতে চলন্ত ফেরিতে আগুন, পুড়ল ৫ ট্রাক

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর

৮ এপ্রিল ২০২১ ১৬:১০

মেঘনা নদীতে চলন্ত অবস্থায় ফেরিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ৪ থেকে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(০৮ এপ্রিল) ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুতেই আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ থেকে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান মালামালসহ পুড়ে গেছে।

ফেরিতে থাকা অর্ধশত যাত্রী ও গাড়ি চালকরা নদীতে ঝাঁপিয়ে ও জেলেদের নৌকায় করে নদীর তীরে উঠেন।

এদিকে ফেরি মাস্টার জামসেদ বলেন, আগুনে একটি মোটরসাইকেল, দুটি পিকআপ ভ্যান ও ৬টি ট্রাক পুড়ে গেছে।

ফেরি মাস্টার জামসেদ বলেন, আগুন লেগে ৬টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]