9480

09/23/2024 আর্জেন্টিনা ইস্যুতে বাফুফের সংবাদ সম্মেলন বুধবার

আর্জেন্টিনা ইস্যুতে বাফুফের সংবাদ সম্মেলন বুধবার

ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারী ২০২৩ ০৬:২৩

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশের উন্মাদনা ব্যাপক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে প্রীতি ম্যাচের জন্য চিঠি দিয়েছিল। জুন উইন্ডোতে ঢাকায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের।

আগামীকাল বুধবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন রয়েছে। সেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ইস্যুতে বাফুফে বিভিন্ন বিষয় তুলে ধরবে। আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেক কৌতুহল। মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসলেও এবার যদি সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার মেসিদের প্রতিপক্ষ নিয়ে এখনো কাজ শুরু করেনি বাফুফে। আগে মেসিদের আমন্ত্রণ নিশ্চিত নিয়ে কাজ করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]