9583

09/23/2024 অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি

অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি

ক্রীড়া ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৩ ০১:২১

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে চেষ্টার কমতি রাখছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলসে গড়াতে যাওয়া অলিম্পিকে চোখ রাখছে আইসিসি কর্তারা। এমনকী কী ভাবে ক্রিকেট আয়োজন সম্ভব, সেই প্রস্তাবও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব করেছে আইসিসি।

চলতি বছরের অক্টোবরে ঠিক হবে ক্রিকেটের অলিম্পিক ভাগ্য। কঠিন হলেও আশাবাদী আইসিসি কর্তারা। মূলত অলিম্পিক আয়োজক কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ছয়টি দল নিয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের। পুরুষ এবং নারী উভয় বিভাগেই বিশ্বের সেরা ছয়টি দল অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবে। আইসিসির তালিকার মাধ্যমেই নির্দিষ্ট দিনে বেছে নেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলিকে।

আগামী অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে নতুন খেলা অন্তর্ভুক্ত করার ব্যাপারে। প্রতিযোগিতা আয়োজন নিয়ে আইসিসির প্রস্তাব আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জমা পড়েছে।

যদিও এ নিয়ে কিছু জানাননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্তারা। সন্দেহ নেই এনিয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]