9689

04/20/2025 বিএনপির পাল্টা গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে মাঠে আওয়ামী লীগ

বিএনপির পাল্টা গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে মাঠে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারী ২০২৩ ২২:৫০

বিএনপির কর্মসূচির মোকাবিলায় গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে এবার মাঠে নেমেছে আওয়ামী লীগ। সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে গণঅভ্যুত্থান সমাবেশে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

বুধবার (২৫ জানুয়ারি) পূর্বঘোষিত এ কর্মসূচি দুপুর ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই নিজ নিজ থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতারা আসতে শুরু করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির পাল্টা আওয়ামী লীগের গণঅভ্যুত্থান কর্মসূচিতে রাজধানীজুড়ে ভোর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থান কর্মসূচি পালনে আসতে শুরু করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]