9828

04/21/2025 বাংলাদেশ থেকে ফিরে মন্ত্রীর দায়িত্ব নেবেন ওয়াহাব রিয়াজ

বাংলাদেশ থেকে ফিরে মন্ত্রীর দায়িত্ব নেবেন ওয়াহাব রিয়াজ

ক্রীড়া ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৩ ২১:৫৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তারকা ক্রিকেটার ওহাব রিয়াজ। কিন্তু বর্তমানে তিনি খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর এর মধ্যেই মন্ত্রী হওয়ার খবর পেলেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে।

জানা যায়, বাংলাদেশ থেকে দেশে ফেরার পরে শপথ গ্রহণ করবেন পাকিস্তানি এ খেলোয়াড়।

পাঞ্জাব প্রদেশের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী মহসিন নাকভী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওয়াহাব রিয়াজ ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী তিন-চার মাসের মধ্যেই নির্বাচন হবে পাঞ্জাব প্রদেশে।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি দলের হয়ে খেলেন ওয়াহাব। এবছরও তাকে দলে নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালালেও তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

২০০০ সালে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন ওয়াহাব। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। পিএসএলে ১০৩ টি উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারী ওয়াহাব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]