9885

09/23/2024 ৩৪২ করেও জিততে পারল না ইংল্যান্ড

৩৪২ করেও জিততে পারল না ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৩ ২১:০৩

অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই ম্যাচে বাভুমার ব্যাট থেকে এসেছে ১০৯ রান।

এর আগে প্রথম ওয়ানডেতে ২৭ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৩ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ডের দুই ওপেনার। শুরুর ধাক্কা কাটিয়ে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়ে ইংল্যান্ডের বড় সংগ্রহের পথ তৈরি করেন বাটলার ও মঈন আলি। ৮৫ বলে ১০১ রান যোগ করেন তারা।

৫১ রানে মঈনের বিদায়ের পর ক্রিজে এসে ১৪ রানের বেশি করতে পারেননি ক্রিস ওকস। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ইংল্যান্ডকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রানের বড় সংগ্রহ এনে দেন বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ইংল্যান্ডের। ৮টি চার ও ৩ ছক্কায় ৮২ বলে ৯৪ রান নিয়ে অপরাজিত থাকেন বাটলার। দক্ষিণ আফ্রিকার নর্টি ৬৪ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ৩৪৩ রানের বড় টার্গেটে নেমে প্রথম ১২ ওভারে ৭৭ রান তুলে নেন কুইন্টন ডি কক ও অধিনায়ক তেম্বা বাভুমা।

ডি ককের বিদায়ের পরও দক্ষিণ আফ্রিকার রান তোলায় ভাটা পড়েনি। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৭ রান যোগ করেন বাভুমা ও আগের ম্যাচে সেঞ্চুরি করা রাসি ভ্যান ডার ডুসেন। সেঞ্চুরির পর কারানের বলে বোল্ড হয়ে ফেরেন বাভুমা।

ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৬৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন মিলার ও মার্কো জানসেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]