996

05/09/2025 টাঙ্গাইলে ৪৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

টাঙ্গাইলে ৪৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

১০ এপ্রিল ২০২১ ২৩:২৮

টাঙ্গাইলের মধুপুরে ৪৪০ পিস ইয়াবাসহ তাছলিমা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার বোয়ালী আদালত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী বোয়ালী আদালত পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। ৪৪০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইলের র‍্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের মধুপুর উপজেলাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। ওই নারী টাঙ্গালের মধুপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।
আসামির বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com