9965

05/06/2025 মাটিতে পুঁতে ফেলা হলো ৬২০ কেজি চিংড়ি

মাটিতে পুঁতে ফেলা হলো ৬২০ কেজি চিংড়ি

চাঁদপুর থেকে

১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৮

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রী পরিবহনেরর একটি বাসে তল্লাশি করে ৬২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

বিকেলে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে চিংড়িগুলো মাটি চাপা দেওয়া হয়।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]