বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা দিলো আপন জুয়েলার্স
 প্রকাশিত: 
 ১১ এপ্রিল ২০২৩ ১৯:১২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৭
 
                                রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ।
আসন্ন ঈদুল ফিতরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদ ভ্রমণের খরচের ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন তিনি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে অন্যান্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি।
(১১ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে অনুদানের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন গুলজার আহমেদ।
এসময় তিনি বলেন, ‘‘আমার এক ভাই আমাকে বললেন ‘ঈদে আমি অন্য একটি দেশে ঘুরতে যেতাম। সেই ঘোরাঘুরিতে যেই টাকা খরচ হতো সেটা আমি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিতে চাই।’ পরে আমাদের পরিবার থেকেও সিদ্ধান্ত নিলাম আমরাও ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। সেই টাকা আমরা এবার ঘুরতে না গিয়ে ব্যবসায়ীদের দিয়ে দেবো। তাই ঘুরতে যাওয়ার খরচটাই ব্যবসায়ীদের দিয়েছি আমরা।’’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের বিপদে অন্যরা না এলেও ব্যবসায়ীদের অন্তত এগিয়ে আসা উচিত। দেশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন। আমি আহ্বান জানাব এবার আপনাদের ঈদের ঘুরতে যাওয়ার যেই খরচ ব্যবসায়ীদের দিয়ে সহযোগিতা করুন। ঈদের কেনাকাটা কমিয়ে তাদের সহযোগিতা করলে তারা হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন।’
গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৫ হাজার দোকান। সেই আগুন থেকে রক্ষা পায়নি পুলিশ সদর দপ্তরও। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ১ হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এতে পথে বসে গেছেন হাজার হাজার ব্যবসায়ী।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: