মতিঝিলে ভবন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২১ ২০:১১
আপডেট:
২৫ এপ্রিল ২০২১ ২০:১৩

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার একটি ভবনের সাত তলার ছাদ থেকে পড়ে মাকসুদুর রহমান (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুরের ছেলে মাসুম বিল্লাহ জানান, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায়। বর্তমানে তারা ফকিরাপুলের ১৭৫ নম্বর বাসার ছয় তলায় তারা ভাড়া থাকেন। সকালে কাউকে কিছু না বলে বাবা বাসার ছাদে যান। পড়ে জানতে পারি ছাদ থেকে তিনি পড়ে গেছেন। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মাকসুদুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: