হানিফ ফ্লাইওভারে লাব্বাইক বাসের ধাক্কায় আইনজীবী নিহত
 প্রকাশিত: 
 ১৬ জুলাই ২০২৩ ১৫:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০১
 
                                রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের ওপরে লাব্বাইক বাসের ধাক্কায় পারভিন সুলতানা আইরিন(৬০) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন সাখাওয়াত হোসেন হিমেল নামে আরও একজন। তিনি নিহত আইনজীবীর সহকারী।
নিহত আইরিনের ভাই ফরিদ উদ্দিন বলেন, দুপুরে আমার বোন ও তার এক সহকারী মোটরসাইকেলযোগে কোর্টে যাচ্ছিল। যাত্রাপথে হানিফ ফ্লাইওভারে উঠলে লাব্বাইক পরিবহনের ধাক্কায় আমার বোন ও তার সহকারী গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বোন পারভীন সুলতানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত সাখাওয়াত হোসেন হিমেল ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় লাব্বাইক পরিবহন ও বাসচালককে আটক করেছে পুলিশ। আমাদের বাসা থানার 8 নং মোহিনী মোহন কাগজিটোলা এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: