কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩ ১৬:৫৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:২৮

রাজধানীর কারওয়ান বাজারের মাছপট্টি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর।
রোববার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ বলেন, আমরা খবর পেয়ে কাওরান বাজারের মাছপট্টি এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখান রাত পৌনে একটায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে সেটি এখনও জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
আপনার মূল্যবান মতামত দিন: