রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


৯০ কেজি গাঁজাসহ যাত্রাবাড়ীতে গ্রেপ্তার দুই কারবারি


প্রকাশিত:
১ আগস্ট ২০২৩ ২১:০৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:২৮

ছবি সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. জুয়েল ওরফে চুক্কা জুয়েল ও মো. রাজিব সেখ।

সোমবার (৩১ আগস্ট) রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীর দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হলে মাইক্রোবাস রেখে পালানোর সময় জুয়েল ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

বার্নাড এরিক বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top