ঢাবির কার্জন হলের সামনে থেকে মরদেহ উদ্ধার
 প্রকাশিত: 
 ১২ আগস্ট ২০২৩ ১৪:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৪৯
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, আমরা খবর পাই কার্জন হলের সামনে ফুটপাতে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
এসআই শামীম আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আশপাশের লোকমুখে জানতে পারি সে ভবঘুরে ছিলেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা আছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: