ব্যাগ ধরে টান দিল ছিনতাকারী, রিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
প্রকাশিত:
৫ মে ২০২১ ২১:৪৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৮:০৪

রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীরা চলন্ত রিকশা থেকে ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় নিচে পড়ে সুনিতা রানি দাস (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (০৫ মে) সকাল ৬টায় বিআরটিসি বাস ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রাজু দাস জানান, সকালে ঋষিপাড়ার বাসা থেকে মা ও তার এক ভাগ্নেসহ রিকশা যোগে কাজে যাচ্ছিলেন। পথে বাস ডিপো এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছিনতাইকারীরা চলন্ত রিকশায় তার মায়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
তিনি আরও বলেন, তার মা একটি বৌদ্ধ মন্দিরে দুই বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সেখানে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত সুনিতা রানি দাস টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ললিন বাজার গ্রামের সুজন দাসের স্ত্রী। তার বাবার নাম গোপেন্দ্র দাস। বর্তমানে গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন। তার তিনজন ছেলে রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: