রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মধ্যরাতে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩ ০৯:০৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৪২

মীর জাওয়াদ (ছবি সংগৃহীত)

রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর জাওয়াদ বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার এমন রহস্যময় মৃত্যুর কারণ জানা যায়নি। তবে জাওয়াদ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে জানা যায়। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে পড়ে কাজী ফিরোজ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। তিনি চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষবর্ষের ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। থাকতেন হলের ২০৩ নাম্বার রুমে। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top