মুগদায় বাসে আগুন, আটক ১
 প্রকাশিত: 
 ১ নভেম্বর ২০২৩ ০৮:১৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৩
 
                                বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহনের বাসে এই আগুন দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: