শাহবাগে অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
 প্রকাশিত: 
 ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৩১
 আপডেট:
 ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৫০
 
                                দেশব্যাপী পঞ্চম দফার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৫ নভেম্বর) সকালে শাহবাগ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সড়কে বসে পড়েন।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে একদিন বিরতি দিয়ে আজ ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ও কয়েকটি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়। এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
গত সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পঞ্চম দফার এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা।
গত ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর গতকাল (মঙ্গলবার) একদিনের বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: