বঙ্গবন্ধু এভিনিউয়ে বাসে আগুন
 প্রকাশিত: 
 ৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২০
 
                                রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ এলাকার পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার বাসটি তানজিল পরিবহনের।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ আগুনের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১৯ নভেম্বর রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের মুখে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৯টা ৪০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় একশ গজ দূরে এ ঘটনা ঘটেছিল।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: