বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও
 প্রকাশিত: 
 ৬ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২০
 
                                সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনে তাকে দেখে আসার পরে মারা গেছেন ছোট ভাইও। তাদের এমন মৃত্যুতে নিহতদের পরিবার ছাড়াও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।
নিহতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার (৮৩) ও তার ছোট ভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)।
বনবাড়িয়া গ্রামের এম দুলাল উদ্দিন আহমেদ বলেন, আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতা বনবাড়িয়া গ্রামের একজন গর্বিত কৃতিসন্তান। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম ছিলেন। এ ছাড়া বনবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ, নুরানি মাদ্রাসা ও কবরস্থানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি তার ছোট ভাই জহুরুল ইসলামও এলাকায় শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি গোলকপুর ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তাদের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি। এরপর তার মৃত্যুর খবর শুনে বড় ভাইকে দেখতে যান ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদার। তাকে দেখে আসার ঘণ্টা খানিক পর রাত ১১টার দিকে স্ট্রোক করে মারা যান তিনিও।
চেয়ারম্যান আরও বলেন, তাদের মৃত্যুতে ওই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১১টায় স্থানীয় বনবাড়িয়া নুরানি মাদরাসায় তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসা সংলগ্ন বনবাড়িয়া কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে। তাদের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: