নারী-শিশুসহ দগ্ধ ৪
আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
 প্রকাশিত: 
 ৯ ডিসেম্বর ২০২৩ ০৪:৫৫
 আপডেট:
 ৯ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৩
 
                                মুন্সীগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদরের ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোস্তফা।
তিনি জানান, একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ফ্ল্যাটটির সবগুলোর রুম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে।
আহতরা হলেন— ফ্লাটটির ভাড়াটিয়া একই পরিবারের রোজিনা বেগম, রিজভি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও তিন বছরের শিশু রায়ান।
স্থানীয়রা জানায়, ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্লাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারি দল উপস্থিত হয়ে বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোস্তফা জানান, একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান। বিস্ফোরণে ফ্ল্যাটটির সবগুলোর রুম প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে কি কারণে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরিত হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: