মতিঝিলে বাসে আগুন
 প্রকাশিত: 
 ১১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৩
 আপডেট:
 ১১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৬
 
                                রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আগুন লাগা বাসটি কোন পরিবহনের সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: