রাজধানীতে মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থীর মৃত্যু
 প্রকাশিত: 
 ৫ মে ২০২৪ ০৮:৩২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:২৯
 
                                রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমাম হাসান (১৯) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত সাফিন উত্তরা কর্মাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রোববার (৫ মে) ভোরের দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে ইশতিয়াক ইসলাম সাফিনকে মৃত ঘোষণা করেন।
নিহত সাফিনের বাবা আব্দুর রশিদ ও আহত ইমাম হাসানের বাবা মো. স্বপন। তারা উভয়েই গাজীপুর টঙ্গীর বড় দেওরা ফকির মার্কেট এলাকায় বসবাস করেন।
নিহত সাফিনের মামা পাভেল জানান, গত রাতে সাফিন ও ইমাম হাসান দুই বন্ধু খিলক্ষেত থেকে টঙ্গী যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। এ সময় সাফিন মোটরসাইকেলটি চালাচ্ছিল।
পরে খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে আজ সকালের দিকে মারা যায় আমার ভাগিনা। শাফিনের বন্ধু ইমাম হাসানের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: