পোস্তগোলা ব্রিজের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
 প্রকাশিত: 
 ২৫ আগস্ট ২০২৪ ০৯:০৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৬
 
                                রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ওপর থেকে মাথায় জখম অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিকাশ।
তিনি বলেন, গতকাল রাতে শ্যামপুর ব্রিজের উপর টহল ডিউটি করার সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: